রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচন ১৭ অক্টোবর ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে
৪নং ওয়ার্ড (পলাশবাড়ী উপজেলা) সদস্য পদপ্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এ ওয়ার্ডে
তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন জানা যায়। ইতোমধ্যেই তাদের মনোনয়ন যাচাই-বাছাইয়ে তিনজন
প্রার্থীকেই চুড়ান্ত করা হয়।

নির্বাচন কমিশনের তফশীল অনুযায়ী গত সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে
প্রতীক বরাদ্দ দেন গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. অলিউর রহমান।
এ ওয়ার্ডের তিনজন প্রার্থীর মধ্যে সাবেক জেলা পরিষদ সদস্য মো. জাহাঙ্গীর আলম বাবু (তালা) প্রতীক,
বিশিষ্ট ব্যবসায়ী মো. মনিরুজ্জামান ফুল মিয়া (হাতি) প্রতীক এবং বিশিষ্ট ব্যবসায়ী তরুণ সমাজেসেবক মো.
তহিদুল আমিন মন্ডল সুমন (টিউবওয়েল) প্রতীক পেয়েছেন।

জেলা নির্বাচন অফিসার মোত্তালেব হোসেন জানান, জেলা নির্বাচন অফিসের অন্যান্য কর্মকর্তাগণ, জেলা
পরিষদ নির্বাচনে প্রার্থীরা ছাড়াও তাদের ভোটার ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতীক বরাদ্দ পাওয়ার
প্রার্থীরা আগামীর উন্নয়ন আরো তরান্বিত করতে সম্মানিত ভোটারদের নিকট ১৭ অক্টোবর এদিন তাদের
নিজ নিজ প্রতীকে ভোট প্রার্থনা করেন। সেইসাথে প্রার্থীরা নিজেদের বিজয় প্রত্যাশায় উপস্থিত সকলের
আন্তরিক দো’আ ও আশীর্বাদ কামনাসহ এলাকার ভোটারদের সর্বস্তরের সকলের নিকট স্বতঃস্ফুর্ত নিজ
নিজ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

উল্লেখ্য; পলাশবাড়ী উপজেলার ৮টি ইউনিয়ন, উপজেলা পরিষদ, পৌরসভা নিয়ে ৪নং ওয়ার্ড গঠিত। এরমধ্যে
৮টি ইউনিয়নে ১০৪ জন সাধারণ সদস্য এবং ২৪ জন সংরক্ষিত মহিলা সদস্য। উপজেলা পরিষদে চেয়ারম্যান ১
জন এবং ভাইস-চেয়ারম্যান ২জন। পলাশবাড়ী পৌরসভায় মেয়র ১ জন, ওয়ার্ড কাউন্সিল’র ৯ জন এবং
সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৩ জনসহ এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১২০ জন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular