বায়েজিদ গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৫ নং মহদীপুর ইউনিয়ন ও গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে আগামী ২৭ জুলাই (শনিবার) উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন বিধি অনুযায়ী আজ বৃহস্পতিবার (২৭ জুন) ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।
আগামী ২৭ জুলাই মহদীপুর ও সাপমারা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনের ভোটগ্রহণ। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ জুলাই, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্র বাছাই ৫ জুলাই, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেক্র ৮ জুলাই, আপিল নিস্পত্তি ৯ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই ও প্রতীক বরাদ্দ ১১ জুলাই। ভোট গ্রহণ ২৭ জুলাই (শনিবার) সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য তৎকালীন পলাশবাড়ী উপজেলার ৫ নং মহদীপুর ইউনিয়ন চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল ও গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল পদত্যাগ করলে, উক্ত আসনটি শূণ্য ঘোষণা করেন স্থানীয় সরকার মন্ত্রনালয়।