নির্বাচন কমিশন বিধি অনুযায়ী আজ বৃহস্পতিবার (২৭ জুন) ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।
আগামী ২৭ জুলাই মহদীপুর ও সাপমারা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনের ভোটগ্রহণ। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ জুলাই, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্র বাছাই ৫ জুলাই, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেক্র ৮ জুলাই, আপিল নিস্পত্তি ৯ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই ও প্রতীক বরাদ্দ ১১ জুলাই। ভোট গ্রহণ ২৭ জুলাই (শনিবার) সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য তৎকালীন পলাশবাড়ী উপজেলার ৫ নং মহদীপুর ইউনিয়ন চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল ও গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল পদত্যাগ করলে, উক্ত আসনটি শূণ্য ঘোষণা করেন স্থানীয় সরকার মন্ত্রনালয়।