মেহেরপুর প্রতিনিধি: ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে গোলাম হোসেন নামের এক প্রতিবন্ধী ওতার স্ত্রীকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। বর্তমানে আহত গোলাম মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়অ হয়েছে।
এ ঘটনায় ৫ জনকে বিবাদি করে গাংনী থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। বিবাদিরা হলেন, রহমানের ছেলে সুকচাঁদ, সুকচাঁদ আলীর ছেলে হযরত আলী, স্ত্রী আয়েশা খাতুন, সিরাজ আলীর ছেলে সোহেল, হযরত আলীর স্ত্রী শিল্পি।
অভিযোগ থেকে জানা গেছে, গত মঙ্গলবার বিকালে হযরত আলীর একটি ছাগল একই গ্রামের রহমানের গ্যামা ক্ষেতে গিয়ে গ্যামা খাই। এতে কে বা কারা ওই ছাগলটিকে রক্তাক্ত জখম করে। কিন্তু বিবাদীরা প্রতিবন্ধী গোলাম হোসেনের উপর দোষ চাপিয়ে তার বাড়িতে গিয়ে গালাগালি করে। এসময় প্রতিবন্ধী গোলাম হোসেন ও তার স্ত্রী রাজেদা খাতুন প্রতিবাদ করলে বিবাদিরা কাঠের বাটাম দিয়ে দুজনকেই পিটিয়ে আহত করে। তাদের উদ্ধার করে প্রথমে গাংনী হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্রনাথ সাহা জানান, এ ঘটনায় একটি অভিযোগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।