বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

গাংনীর খাসমহলে স্বামীর হাতে স্ত্রী খুন!

নিউজ ডেস্ক:মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী খাসমহল গ্রামে জাহান্নারা খাতুন (৪২) নামের এক গৃহবধুকে স্বাসরোধ করে হত্যা করেছে তার স্বামী। গতকাল সকালে খাসমহলের মাঠের একটি পুকুর পাড় থেকে জাহান্নারার লাশ উদ্ধার করে পুলিশ। জাহান্নারা খাসমহল গ্রামের রেজাউল হকের স্ত্রী ও একই গ্রামের আহম্মদ আলীর মেয়ে। এ ঘটনায় তার স্বামী রেজাউল হককে আটক করেছে গাংনী থানা পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে গাংনী থানা পুলিশের একটিদল জাহান্নারা খাতুনের লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানান, ৩ সন্তানের জননী জাহান্নারা খাতুনের সাথে স্বামী রেজাউল হকের সাংসারিক কাজ-কর্ম নিয়ে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। গত বৃহস্পতিবার বিকালে জাহান্নারা খাতুনের সাথে স্বামী রেজাউল হকের ঝগড়াও হয়েছিল। এ কারণে বৃহস্পতিবার সন্ধ্যারাতে জাহান্নারা তার বাপের বাড়িতে চলে যায়। গতকাল শুক্রবার সকালে গ্রামের ধলার বিল নামক মাঠের একটি পুকুরপাড়ে স্থানীয় কৃষকরা জাহান্নারার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। স্থানীয় কয়েকজন জানান, জাহান্নারার বিবাহ বর্হিভূত সন্দেহে স্বামীর সাথে ঝগড়া হওয়ার কারণেই হত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। জাহান্নারা খাতুনের বড় ছেলে মিলন হোসেন জানান, রাতে আমার মা নানার বাড়িতে ছিল। আমার বাবাই তাকে মোবাইলফোনের মাধ্যমে ডেকে নিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেয়ার প্রক্রিয়া চলছে। জাহান্নারা খাতুনের মুখে ও চোখে রক্তের দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। জাহান্নার স্বামী রেজাউল হককে আটক করা হয়েছে।

 

Similar Articles

Advertismentspot_img

Most Popular