মেহেরপুর সংবাদদাতা, মেহেরপুর, ১১জুন ॥ মেহেরপুরের গাংনী মাঠ পাড়ায় এক প্রবাসীর স্ত্রীর সাথে রঙ্গলীলা করাকালীন সময়ে হাতে নাতে ধরা পড়ে গণপিটুনীর স্বীকার হয়েছে শামীম রেজা ওরফে শিলু নামের এক মোবাইল ব্যবসায়ী। স্থানীয়রা দুজনকেই পুলিশের হাতে সোপর্দ করেছে। শামীম রেজা ওরফে শিলু গাংনী বাজার পাড়ার আলাল উদ্দীনের ছেলে ও গাংনী বাজারের শ্রাবণ মোবাইল হাউজের স্বত্ত্বাধিকারী। শনিবার দিবাগত মধ্য রাতে গাংনী থানা পাড়ায় এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, গাংনী মাঠপাড়ার জনৈক মুদি ব্যবসায়ীর মেয়ে স্বপ্নার (ছদ্ম নাম) মোবাইল ফোনে বিয়ে হয় আমতৈল- মানিকদিয়া গ্রামের মালেশিয়া প্রবাসী যুবকের সাথে। মোবাইল ফোনে বিয়ের পর স্বামীর সাথে একদিনও সাক্ষাত হয়নি গৃহবধুর। দুয়েকদিন কথা হলেও কাছে পায়নি স্বামিকে। তাই যৌবনের জ্বালা মেটাতে পরোকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে গাংনী বাজারের শ্রাবণ মোবাইল হাউজের স্বত্ত্বাধিকারী এক সন্তানের জনক শামীম রেজা ওরফে শিলুর সাথে। শনিবার গভীর রাতে ওই গৃহবধুর ঘরে রঙ্গলীলায় মত্ত হয় শিলু। দুজনের এই গোপন অভিসারে মিলন হওয়ার মাঝে ঘটে যায় বিপত্তি। শিলু ওই গৃহবধুর ঘরে প্রবেশ করলে তারা স্থানীয় লোকজনকে ডাকেন এবং বাড়িটি ঘিরে ফেলে।
দুজন যখন একে অপরের সাথে আপত্তিকর অবস্থায় লিপ্ত ঠিক সেসময় ওই গৃহবধুর মামা ও স্থানীয় লোকজন হানা দেয়। পরে স্থানীয়রা ঘর থেকে দুজনকে বিবস্ত্র অবস্থায় বের করে এনে গণপিটুনী দেয় এবং পুলিশে খবর দেয় । এসময় দুজনকে ধরে ফেলে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে। গাংনী থানার এসআই বখতিয়ার দুজনকে আটক করে থানায় নিয়ে আসেন।
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, গাংনী পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলরসহ স্থানীয়রা বিষয়টি মিমাংসা করার জন্য বৈঠকে বসেছেন। তারা যদি মিমাংসা করতে ব্যর্থ হন ও গৃহবধুর পক্ষ থেকে কোন অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।