গাংনীতে খাল পূণর্খননের উদ্বোধনকালে এমপি খোকন

0
9

পরিবেশের ভারসাম্য ও মাছ উৎপাদন বৃদ্ধি হবে

নিউজ ডেস্ক:মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজামান খোকন বলেছেন, খাল পূর্ণ খননের মধ্যে দিয়ে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা, অন্যদিকে আবারও দেশীয় মাছ উৎপাদন বৃদ্ধি হবে। বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ রক্ষার্থে এ খাল পূর্ণ খননে বড় ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, প্রকৃতির সাথে যুদ্ধ করে নয়, প্রকৃতির সাথে তাল মিলিয়ে আল্লাহর দেওয়া এ অপরুপ সৃষ্টিকে আমরা নতুন করে তার ভারসম্য যাতে রক্ষা হয়, তার দিকে আমাদের খেয়াল রাখতে হবে।
গতকাল শনিবার বিকেলে গাংনী উপজেলার মরানদী কোদাইল কাটি অংশে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খাল পূর্ণ খননের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে গাংনী উপজেলা মৎস্য কর্মকর্তা রুকসানা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মটমুড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল আহম্মেদ, ইউপি আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক আব্দুল বারী, আওয়ামী লীগ নেতা মনিরুজামান আতু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার, ইউপি সদস্য লিটন, সাহাবুল ইসলাম, ছাত্রলীগ নেতা আবির হামজা ও যুবলীগ নেতা মুক্তারুল ইসলাম। মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৮৫০ মিটার খাল পূর্ণ খনন কাজে ২ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। কাজটি বাস্তবায়ন করছে স্থানীয় কোদাইলকাটি মৎস্যজীবি সমিতি।