বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

গরীব শিশুদের জন্য বিনামূল্যে জাস্টিন বিবারের কনসার্ট !

নিউজ ডেস্ক:

গ্র্যামি অ্যাওয়ার্ড বিজেতা কানাডিয়ান গায়ক জাস্টিন বিবার প্রথমবার ভারতের মাটিতে কনসার্ট করতে চলেছেন। আর তার এই কনসার্টের আগে তিনি তাঁর দাবি জানিয়েছেন, যার মধ্যে রয়েছে রোলস রয়েস থেকে পার্সোনাল হেলিকপ্টারও। তবে এই কনসার্টের চমক হল, প্রায় ১০০জন গরীব শিশু বিনামূল্যে উপভোগ করতে পারবে বিবারের পারফরম্যান্স।

শুধু যে স্বচক্ষে বিবারকে দেখা তাই নয়, তার পাশাপাশি ফল, জুসেরও ব্যবস্থা থাকবে তাদের জন্য। আগামী ১০মে হতে চলা এই অনুষ্ঠানে টিকিটের সর্বোচ্চ মূল্য ৭৫,০০০টাকা। এই সর্বোচ্চ মূল্যের একটি টিকিট বিবারের এক ভক্তকে(এক ট্যাক্সি চালকের ছেলেকে) উপহার দেওয়া হয়। সামাজিক কাজকর্মের সঙ্গে বিবার বহুদিন ধরেই যুক্ত। আর তাকে দেখতে, তার গান শুনতে তার ভক্তের সমাগম যে কোন পর্যায়ে পৌঁছবে তা আশা করি বুঝতেই পারছেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular