নিউজ ডেস্ক:
২৫শে মার্চ শনিবার ‘জাতীয় গণহত্যা দিবস’ পালনে নানা কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শনিবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে- সন্ধ্যা ৭ টায় ‘স্মৃতি চিরন্তন’-এ মোমবাতি প্রজ্বলন, সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ডকুমেন্টারি প্রদর্শন, সন্ধ্যা সাড়ে ৭টায় ‘স্মৃতি চিরন্তন’-এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন।
আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের অন্যান্য সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক-প্রতিনিধিগণ সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন।