গণডাকাতির ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামী রানা জোয়ার্দ্দার।

0
32

নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার ঘোড়ামারা ব্রীজের অদূরে সড়কে গাছ ফেলে গণডাকাতির ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামী রানা জোয়ার্দ্দার। তার জবানবন্দি মোতাবেক ডাকাতি করে নেয়া নগদ টাকা উদ্ধার করা হয়। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে হাজরাহাটি গ্রামের একটি মেহগনিবাগান থেকে নগদ ১১ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, গত ১৯ মার্চ রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা সড়কের ঘোড়ামারা ব্রীজের অদূরে সড়কে গাছ ফেলে যাত্রীবাহী বাসসহ বেশকয়েকটি যানবাহনে গণডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ২১ মার্চ রাতে সন্দেহভাজন চারজনকে আটক করে পুলিশ। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) আমির আব্বাস আটককৃতদের ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ড. এবিএম মাহমুদুল হক। রিমান্ডের আসামী হাজরাহাটি এলাকার রানা জোয়ার্দ্দারের স্বীকারোক্তিকে গতকাল রাত সাড়ে ৮টার দিকে হাজরাহাটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে জনৈক লিটনের মেহগনি বাগানে ডিপটিউবওয়েলের লাইজারের পূর্বদিকের একটি গাছের নিচে বিশেষ কৌশলে রাখা নগদ ১১ হাজার টাকা উদ্ধার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর আমির আব্বাস। উদ্ধার অভিযান পরিচালনায় সাহায্য করেন চুয়াডাঙ্গা সদর থানার এসআই জসিম উদ্দীন ও এসআই ইবনে খালিদ।