নিউজ ডেস্ক:
গঙ্গা ব্যারেজ নির্মিত হলে গঙ্গা নির্ভর এলাকায় ১২৩টি আঞ্চলিক নদীতে পানি প্রবাহ অক্ষুণ্ন রাখাসহ সুন্দরবনের জীববৈচিত্র্য ও বনজ সম্পদ রক্ষার কাজে ব্যবহারিত হবে বলে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
সংসদের শীতকালীন অধিবেশনে গতকাল রবিবার এম, আবদুল লতিফের প্রশ্নোত্তরে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।
মন্ত্রী জানান, বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলের পানি সমস্যার সমাধানসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীসমূহে নব্যতা সৃষ্টি, লবণাক্ততার পরিমাণ হ্রাসকরণ, গ্রাউন্ড ওয়াটারে রিচার্জ, বিদ্যুৎ উৎপাদন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ প্রতিবেশ ও পরিবেশ উন্নয়নের লক্ষ্যে সরকার গঙ্গা ব্যারেজ সমীক্ষা প্রকল্প গ্রহণ ও তা সমাপ্ত করণের মাধ্যমে গঙ্গা ব্যারেজ নির্মাণ প্রকল্পের প্রস্ততি শুরু করেছে। ইতোমধ্যেই প্রকল্পের ডিপিপি প্রণয়ন করা হয়েছে।
আনিসুল ইসলাম মাহমুদ আরও জানান, বাংলাদেশের প্রস্তাবিত গঙ্গা ব্যারেজের ভারতীয় অংশে প্রভাব নিরূপনের জন্য ৮ সদস্যের ভারতীয় কারিগরী দল ২৪-২৮ অক্টোবর ২০১৬ বাংলাদেশ ভ্রমণ করেন। বাংলাদেশ ও ভারতের কারিগরি দল কর্তৃক বাংলাদেশের প্রস্তাবিত গঙ্গা-পদ্মা ব্যারেজ প্রকল্পের সাইট পরিদর্শন ও ২৭ অক্টোবর ২০১৬ তারখের বৈঠকের সিদ্ধান্ত অনুয়ায়ী বাংলাদেশের প্রস্তাবিত পদ্মা-গঙ্গা ব্যারেজ প্রকল্প সম্পর্কিত উভয় দেশের টেকনিক্যাল সাব-গ্রুপ ইতোমধ্যে গঠিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী আরও জানান, টেকনিক্যাল সাব-গ্রুপ এর কার্যপরিধির বিষয়ে যৌথ নদী কমিশনের মাধ্যমে উভয় দেশের সদস্যদের সাথে আলোচনা অব্যাহত রয়েছে।