বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

খ্রিস্টান তরুণীর চরিত্রে সুজানা !

নিউজ ডেস্ক:

এবার খ্রিস্টান তরুণীর চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন সুজানা জাফর। ‘কানামাছি’ শীর্ষক একটি খণ্ড নাটকে তাকে এই চরিত্রে দেখা যাবে।
নাটকটিতে আরো অভিনয় করেছেন অর্ষা ও মৌসুমী হামিদ। তারা যথাক্রমে হিন্দু ও মুসলিম ধর্মের তরুণীর চরিত্রে অভিনয় করছেন। নাটকটি পরিচালনা করছেন নির্মাতা বি ইউ শুভ।

তিন বান্ধবীর গল্প নিয়ে ‘কানামাছি’ নাটকটি নির্মিত হয়েছে। সুজানা বলেন, নাটকের গল্পটি সত্যি অন্যরকম। একই নাটকে তিন ধর্মের তিন বান্ধবীর সম্পর্কের রূপদান দর্শকদের কাছে বেশ উপভোগ্য হবে বলে আমি মনে করি।

‘কানামাছি’ নাটকটি এ মাসের শেষের দিকে এনটিভিতে প্রচার হবে বলে জানা গেছে। এদিকে সুজানা একই নির্মতার ‘লাইফ ইন এ মেট্রো’ শিরোনামের একটি ধারাবাহিকেও অভিনয় করছেন। এটি প্রচার হচ্ছে এটিএন বাংলায়।

 

Similar Articles

Advertismentspot_img

Most Popular