নিউজ ডেস্ক:
বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী সায়েরা হোসেন ইন্তেকাল (ইন্নালিল্লাহি…রাজিউন) করেছেন। শনিবার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সাহেরা হোসেনের বয়স হয়েছিল ৭৫ বছর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মৃত্যুতে শোক জানিয়েছেন।
ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত সাহেরা হোসেনের অবস্থা সংকাপন্ন হলে তাকে গত ২ মে থেকে স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখ হয়।
২০১১ সালের ১৬ মার্চ খোন্দকার দেলোয়ার হোসেন (৭৮) মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রবিবার বাদ জোহর পুরান ঢাকার আর্মানিটোলা খেলার মাঠ মসজিদে এবং বাদ আসর মানিকগঞ্জের ঘিউরে গ্রামের বাড়ি পাচুরিয়া মাঠে সাহেরার জানাজা হবে। এরপর পারিবারিক কবরস্থানে স্বামীর পাশেই তাকে দাফন করা হবে।