বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

খেলা নিয়ে সংঘর্ষ, যুবককে কুপিয়ে জখম

নিউজ ডেস্ক:দামুড়হুদার জয়রামপুরে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আব্দুল গাফফার (৩০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে জয়রামপুর বাজারের ওপর এ ঘটনা ঘটে। এ সময় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে নেন। আহত আব্দুল গাফফার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের কলোনি পাড়ার নূর ইসলামের ছেলে। দামুড়হুদার জয়রামপুরে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আব্দুল গাফফার (৩০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে জয়রামপুর বাজারের ওপর এ ঘটনা ঘটে। এ সময় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে নেন। আহত আব্দুল গাফফার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের কলোনি পাড়ার নূর ইসলামের ছেলে।  জানা যায়, গত সোমবার ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আব্দুল গাফফারের ভাতিজা রাতুলের সঙ্গে একই এলাকার মানুর ছেলে বিপ্লবের বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। এরই জের ধরে গতকাল সকলে জয়রামপুর বাজারের ওপর একটি সেলুনের দোকানের সামনে আব্দুল গাফফারের সঙ্গে মানুর তর্কাতর্কি হয়। এরই একপর্যায়ে মানু তাঁর হাতে থাকা হাঁসুয়া দিয়ে আব্দুল গাফফারের মাথায় কোপ মারে। এতে আব্দুল গাফফার গুরুত্বর জখম হন। পরে পরিবারের সদস্যরা রক্তাক্ত জখম আব্দুল গাফফারকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন।  এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র সার্জারি কনসালট্যান্ট ডা. এহসানুল হক তন্ময় বলেন, রোগীর মাথায় গুরুত্বর জখমের চিহ্ন পাওয়া গেছে। রোগী চামড়াসহ মাথার খুলিতেও আঘাতপ্রাপ্ত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।  এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আব্দুল গাফফার নামের এক ব্যক্তির মাথায় কোপ দিখে জখম করা হয়েছে বলে অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত সাপেক্ষে আসামিকে আটকের চেষ্টা অব্যাহত আছে।’  শেষ খবর পাওয়া পর্যন্ত জখম আব্দুল গাফফারের পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী নেওয়ার প্রস্তুতি চলছিল।

 

Similar Articles

Advertismentspot_img

Most Popular