নিউজ ডেস্ক:
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, খেলাপি সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এজন্য বড় অঙ্কের ঋণ দেওয়া থেকে সরে এসে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের ঋণ দিতে হবে।
তিনি বলেন, ঋণ দেওয়ার আগেই দেখতে হবে তারা ঋণ ফেরত দেওয়ার উপযোগী কি না। এ ছাড়া ঋণ যাতে একক খাতে পুঞ্জীভূত না হয় সে বিষয়েও খেয়াল রাখতে হবে।
গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত ফিন্যান্সিয়াল ইনস্ট্যাবিলিটি রিপোর্ট-২০১৬ প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি অনুষ্ঠানে উপস্থিত দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের গুটি কয়েক মানুষকে ঋণ দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতেও নির্দেশনা দেন।
বাংলাদেশ ব্যাংকের ডিপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান, এস এম মনিরুজ্জামান, চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাডভাইজার আল্লা মালিক কাজেমি, প্রধান অর্থনীতিবিদ ফয়সাল আহমেদ প্রমুখ।