খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি গঠন করা হয়েছে। বিভাগীয় কমিশনার মোহাম্মদ হেলাল মাহমুদ শরীফ পদাধিকারবলে কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ঝিনাইদহ থেকে সাবেক ফুটবলার ও ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, খুলনার ইউএনবি প্রতিনিধি ক্রীড়া সাংবাদিক শেখ দিদারুল আলম, খুলনার সাবেক ক্রিকেটার রুমানা আহমেদ, কুষ্টিয়ার শুটার খন্দকার তুহিন আহমেদ ও ছাত্র প্রতিনিধি মিকাইল ইসলাম চঞ্চল।
আহ্বায়ক কমিটিতে খুলনা বিভাগীয় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাক উদ্দিনকে সদস্যসচিব করা হয়েছে। খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থাকে সচল ও কার্যকর রাখতে ৭ সদস্যবিশিষ্ট এই কমিটি বিশেষ ভূমিকা পালন করবে বলে সরকারি এক চিঠিতে উল্লেখ করা হয়।