খুলনা নগরীতেও হরতালের কোনো প্রভাব নেই, আটক ৪ !

0
32

নিউজ ডেস্ক:

জামায়াতের আমির মকবুল আহমাদসহ কেন্দ্রীয় নেতাকর্মীদের গ্রেফতার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে সারা দেশে চলছে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল। তবে স্বাভাবিক রয়েছে খুলনার জীবনযাত্রা।
সতর্ক অবস্থানে আছে আইন-শৃঙ্খলা বাহিনী।

সকাল সাড়ে ৭টায় খুলনা মেডিকেলের পেছন থেকে মিছিল বের করার চেষ্টাকালে ৪ জামায়াত-শিবির নেতা-কর্মীকে আটক করে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম জানাতে পারেননি তিনি।

এ ব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার মনিরা সুলতানা বলেন, হরতালের সমর্থনে খুলনা মেডিকেলের পেছন থেকে মিছিল বের করার চেষ্টাকালে ৪ জামায়াত-শিবির নেতা-কর্মীকে আটক করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থানের কারণে হরতালের সমর্থনকারীরা মিছিল কিংবা পিকেটিং করতে পারিনি।

এছাড়া, খুলনায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দূর পাল্লার বাসও ছেড়ে যাচ্ছে। স্বাভাবিক দিনের মতোই খুলতে শুরু করেছে দোকান পাট, মার্কেট।