খুলনায় ‘সন্ত্রাসী’ কালা মনিরসহ আটক ৩০ !

0
22

নিউজ ডেস্ক:

খুলনায় অভিযা‌ন চালিয়ে সন্ত্রাসী কালা ম‌নিরসহ ৩০ জনকে আটক করেছে র‌্যাব। এ সময় মদ ও জুয়া খেলার কার্ডসহ নগদ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব- ৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার এনা‌য়েত হো‌সেন মান্নান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে নগরীর সোনাডাঙ্গাস্থ কে‌সি‌সি পাইকারী কাঁচা বাজার সংলগ্ন তিনটি জুয়ার আস‌রে এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে আটকদের সোনাডাঙ্গা ম‌ডেল থানায় হস্তান্তর করা হয়ে‌ছে বলেও তিনি জানান।

বুধবার সকালে সোনাডাঙ্গা ম‌ডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মমতাজুল হক বলেন, আটকদের বিরু‌দ্ধে মামলার প্রস্তু‌তি চল‌ছে।