খুলনায় ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ্ব আটক!

0
42

নিউজ ডেস্ক:

খুলনা নগরীতে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে খালিশপুর নিউ কলোনি এলাকায় ১৫ বছর বয়সী ওই কিশোরীকে ধর্ষণ করা হয় বলে খালিশপুর থানার ওসি আমীর তৈমুর ইলী জানান।

ওসি বলেন, আটক আব্দুস সালাম (৬৪) ওই কলোনির বাসিন্দা। বাড়ির পাশে তার একটি মুদির দোকান আছে। দুপুরে তার দোকানে বাক প্রতিবন্ধী মেয়েটি বিস্কুট কিনতে গেলে সালাম তাকে দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করে।

মেয়েটি বাসায় গিয়ে পরিবারের লোকজনকে বিষয়টি জানালে তারা এলাকাবাসীকে জানায়। পরে স্থানীয়রা সালামকে আটক করে পিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে বলে জানান তিনি।

ওসি বলেন, শুক্রবার মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে মামলা করেছেন।