খুলনার রূপসায় স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা

0
53

নিউজ ডেস্ক:

খুলনার রূপসা উপজেলায় স্বল্প বাহিরদিয়া গ্রামে শিমলা খাতুন (১৪) নামে এক স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোর রাতে এ ঘটনা ঘটে। সে স্থানীয় কাজদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।’ তিনি আরও বলেন, ‘এ ঘটনার সময় বাড়িতে ওই ছাত্রী একা ছিল। ’