খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গানের সংগঠন ভৈরবী এর ২০২৫ কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এতে চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুরুল ইসলাম বাবু কে প্রধান সমন্বয়ক ও একই ব্যাচের মিহির সাহা কে সহ প্রধান সমন্বয়ক পদে মনোনীত করা হয়েছে।
প্রধান সমন্বয়ক বাবু বলেন,ভৈরবী খুলনা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে জনপ্রিয় একটি সংগঠন যা বাংলার সংস্কৃতির গানগুলো প্রচারে কাজ করে যাচ্ছে। পূর্বে ভৈরবী শুধু লোকগান এবং বাউল গান চর্চা বেশি করতো তবে আমরা বাংলার ব্যান্ড সংগীত নিয়েও কাজ করতে চাই।
কমিটিতে আরো দায়িত্ব পেয়েছেন, সমন্বয় সচিব (প্রতিবিম্ব চাকমা) সহ সমন্বয় সচিব (তিথি সরকার) সাংগঠনিক সম্পাদক ( ফাতেমা করিম সানজানা) সহ সাংগাঠনিক সম্পাদক ( রাহুল সরকার) অর্থ সমন্বয়ক ( আয়েশা তালুকদার) সহ অর্থ সমন্বয়ক ( রেজয়ানুল হক রাদ ও প্রমা সাহা) দপ্তর সমন্বয়ক (সামীয়া আস সামী) সহ দপ্তর সমন্বয়ক ( অমিত দাস অয়ন ও মাহবুবুর রহমান আকাশ) প্রচার সমন্বয়ক ( জারিন রেশমি প্রভা) সহ প্রচার সমন্বয়ক ( প্রণব সরকার ও বিষ্ণু সাহা) সংস্কৃতিক সম্পাদক ( জাফরিন জাহান তাসিন) সহ সংস্কৃতিক সম্পাদক ( কে এম হাবিবুল্লাহ সাকিব, সাজিয়া জাহান মিথি ও সায়ন্তনি সরকার শিথি) তথ্য ও যোগাযোগ সমন্বয়ক ( শৈমন্তিক দিপা) সহ তথ্য ও যোগাযোগ সমন্বয়ক ( আসিবুর রহমান সাইব, বাহারুল ইসলাম ও কৌশিক সাহা)
এছাড়াও সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন তন্নি আক্তার, রুপাইসং মারমা, পুষ্পিতা নন্দি, অরনি চাকমা, মোনায়েম খান সজীব,সাদিয়া ইসলাম এবং এস এম নাইম
উল্লেখ্য, ভৈরবী খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিচিতি খুলনা শহর ব্যাপী একটি জনপ্রিয়তা ধারণ করে আসছে এবং দিন দিন তা বাড়ছে। আয়োজন যেন বাংলা সংস্কৃতিকে ধারণ করে এবং তা প্রচার করতে পারে এই সংগঠনের লক্ষ্য।