খুবিতে গ্রীষ্ম ও অবকাশকালীন ছুটি শুরু !

0
30

নিউজ ডেস্ক:

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) গ্রীষ্ম ও অবকাশকালীন ছুটি শুরু হয়েছে।

গতকাল রোববার থেকে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী ১ জুন পর্যন্ত। এ সময় বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে।

রোববার খুবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,  ২১ মে থেকে ১ জুন পর্যন্ত গ্রীষ্ম ও অবকাশকালীন ছুটি হিসেবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। পরে আগামী ৪ জুন রোববার থেকে বিশ্ববিদ্যালয়ে যথারীতি একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুনরায় শুরু হবে। তবে উক্ত ছুটিকালীন পরীক্ষা থাকলে তাসহ অত্যাবশ্যকীয় সেবাসমূহ যেমন: পানি, বিদ্যুৎ, টেলিফোন, নিরাপত্তা, মেডিক্যাল, পরিবহন চালু থাকবে।