খিলগাঁওয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার !

0
14

নিউজ ডেস্ক:

রাজধানীর খিলগাঁও থেকে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ।

গ্রেফতারকৃতদের নাম হলো, মোঃ সোরোয়ার (৩১), মোঃ জামাল (৩৪), মোঃ নাসির উদ্দিন (৪০), মিজানুর রহমান টিপু (৩০), মোঃ জুয়েল (২৪) ও মোঃ হৃদয় (১৯)।

০৮ জুলাই’১৮ রাত সাড়ে বারোটার দিকে নবীনবাগ বালুর মাঠে ডাকাতির প্রস্তুতি গ্রহনকালে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ২টি চাপাতি, ২টি লোহা কাটা কাটার, ১টি লোহার রড ও ১টি হেক্সো ব্লেড উদ্ধার করা হয়।

এই সংক্রান্তে তাদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা রুজু হয়েছে।