খালেদা জিয়ার চোখে সফল অস্ত্রোপচার !

0
22

নিউজ ডেস্ক:

চিকিংসার জন্য লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডান চোখে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় ৮ আগস্ট সন্ধ্যায় লন্ডনের মোরফিল্ড চক্ষু হাসপাতালে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়।

বৃহস্পতিবার কয়েকটি গণমাধ্যমকে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপি চেয়ারপার্সন এখন সুস্থ আছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। জানা গেছে, অস্ত্রোপচার চলাকালে তারেক রহমান ছাড়াও হাসপাতালে ছিলেন তাঁর স্ত্রী জোবায়দা রহমান।

প্রসঙ্গত, ১৫ জুলাই চোখ ও পায়ের চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তবে ঠিক কবে তিনি দেশে ফিরবেন তা নিশ্চিত হওয়া যায়নি।