খালেদা জিয়াকে পুলিশি নিরাপত্তা দেয়ার আদেশ স্বরাষ্ট্রের

0
1

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় পুলিশ এসকর্ট আদেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে বাংলাদেশ পুলিশের বিশেষ নিরাপত্তা পাবেন তিনি।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুল সাত্তারের বরাতে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানিয়েছেন, তিনি জানান, বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় পুলিশ এসকর্ট দেয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শেখ হাসিনার পতনের পরেই মুক্তি দেয়া হয় খালেদা জিয়াকে। সোমবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ রাজনৈতিক নেতাদের সামনে খালেদা জিয়াকে শিগগির মুক্তি ও বিদেশে চিকিৎসা ব্যবস্থা করা হবে বলে জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।