বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

খালেদাকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান: হাছান মাহমুদ !

নিউজ ডেস্ক:

শিক্ষক, অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের কাছে ক্ষমা চেয়ে তাদেরকে অভিনন্দন জানানোর জন্য বিএনপি চেয়ারপারসনের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার অভিযোগে পরীক্ষার্থী, অভিভাবক, দেশের সাধারণ জনগণ হতবাক হয়েছেন, আমরা হতবাক হইনি। তার প্রতি সম্মান রেখেই বলতে চাই, তিনি (খালেদা জিয়া) এসএসসি পরীক্ষার বৈতরণী পার হতে পারেননি। তাই এখন হয়তো তার মনবেদনা। এ কারণে তিনি পাসের হার নিয়ে প্রশ্ন তুলেছেন। গতকাল বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

হাছান মহমুদ বলেন, কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের কারণে, বাবা-মা, শিক্ষকদের পরিশ্রমের কারণে ছাত্র-ছাত্রীরা ভালো ফলাফল করছে। তিনি যেহেতু এসএসসি পরীক্ষায় পাস করেন নি, দেশের ছেলে-মেয়েরা কেন এতো বেশি পাস করবে, তাই তিনি প্রশ্ন তুলছেন।

এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগের আগে তারা (বিএনপি) কখন, কোথায় ভিশন ঘোষণা করেছে, এটা অনুসন্ধানের বিষয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular