খালেকের বিরুদ্ধে অভিযোগ দাখিলের নির্দেশ !

0
47
নিউজ ডেস্ক:
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আবদুল খালেক মণ্ডলের বিরুদ্ধে ২৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ দিন নির্ধারণ করে। ২০১৫ সালের ২৫ আগস্ট আবদুল খালেক মণ্ডলকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার দেখানো হয়। এর আগে ওই বছরের ১৬ জুন সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগরে কয়েকজন সহযোগীকে নিয়ে গোপন বৈঠককালে তিনি গ্রেফতার হন।