1. [email protected] : amzad khan : amzad khan
  2. [email protected] : NilKontho : Anis Khan
  3. [email protected] : Nil Kontho : Nil Kontho
  4. [email protected] : Nilkontho : rahul raj
  5. [email protected] : NilKontho-news :
  6. [email protected] : M D samad : M D samad
  7. [email protected] : NilKontho : shamim islam
  8. [email protected] : Nil Kontho : Nil Kontho
  9. [email protected] : user 2024 : user 2024
  10. [email protected] : Hossin vi : Hossin vi
খাবার-পানির অভাবে অস্তিত্ব সংকটে কারামাজং জনগোষ্ঠী ! | Nilkontho
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | শনিবার | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
হোম জাতীয় রাজনীতি অর্থনীতি জেলার খবর আন্তর্জাতিক আইন ও অপরাধ খেলাধুলা বিনোদন স্বাস্থ্য তথ্য ও প্রযুক্তি লাইফষ্টাইল জানা অজানা শিক্ষা ইসলাম
শিরোনাম :
ঘুষের মামলায় গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে পরোয়ানা ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাবে সরকার: হাসান আরিফ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ন্যূনতম সংস্কারের পরেই নির্বাচন চায় জামায়াত- অধ্যাপক গোলাম পরওয়ার গুমের সঙ্গে জড়িতরা রাজনীতিতে ফিরতে পারবে না: প্রেস সচিব চ্যালেঞ্জ কাপ জিতে মৌসুম শুরু বসুন্ধরা কিংসের একদিনেই নেই ১৭ উইকেট, ভারতের পর বেকায়দায় অস্ট্রেলিয়া আয়ারল্যান্ডের কিলদারে বাঙালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত সরে গেলেন গেটজ, যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি রিমান্ড শেষে কারাগারে সাবেক মেয়র আতিক কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা আমাদের নেই: জামায়াত আমির ‘ভিসা কবে উন্মুক্ত করবে সেটা ভারতের নিজস্ব ব্যাপার’ ৮ ক্রিকেটারকে নিষিদ্ধ করলো বিসিবি রোববার শপথ নিচ্ছেন সিইসি ও ইসিরা থাইল্যান্ডসহ ৫ দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা সাবমেরিনের সঙ্গে মাছ ধরা নৌকার ধাক্কা, দুই জেলে নিখোঁজ সবজির বাজারে শীতের আমেজ, আলুর দামে অস্বস্তি চার দিনের সফরে ঢাকায় বাইডেনের বিশেষ প্রতিনিধি সড়ক থেকে সরলেন আন্দোলনকারীরা, ট্রেন চলাচল স্বাভাবিক জীবননগর পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম গ্রেফতার ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

খাবার-পানির অভাবে অস্তিত্ব সংকটে কারামাজং জনগোষ্ঠী !

  • প্রকাশের সময় : রবিবার, ৯ এপ্রিল, ২০১৭

নিউজ ডেস্ক:

খাবার ও পানির অভাবে মানবেতর জীবনযাপন করছে আফ্রিকার কিছু জনগোষ্ঠী। তিন বেলা খেতে পায় না, মানবিক সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত। কঠিন পরিশ্রম করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে তারা। উত্তর উগান্ডার কারামাজং জনগোষ্ঠী তাদের মধ্যে অন্যতম। কারামাজংরা তিন বেলা খাবার তো দূরের কথা, পানি পর্যন্ত ঠিকমত খেতে পায় না। সরকারও পানির ব্যবস্থা করে না। একবার পানি আনতে তাদের ১০ ঘণ্টার পথ পাড়ি দিতে হয়।

স্প্যানিস ফটোগ্রাফার সুমি সাদুরনি কারামাজং জনগোষ্ঠীর সঙ্গে দীর্ঘদিন বাস করে তাদের জীবনযাপন ক্যামেরাবন্দী করেছেন। তার ক্যামেরায় কারামাজং জনগোষ্ঠীর অবহেলিত জীবনযাপন সুন্দরভাবে ফুটে উঠেছে। এত অসুবিধার মধ্যে থাকার পরও সরকার এ জনগোষ্ঠীটির দিকে চোখ তুলে তাকাচ্ছে না।

2-isolated-African-tribe20170223200046.jpgকারামাজংদের আশপাশে তুরকানা নামের আরেক জনগোষ্ঠী বাস করে। কারামাজংরা তুরকানাদের এলাকা থেকে খাবার সংগ্রহ করেই জীবন ধারণ করে।

কেনিয়ার প্রধান প্রধান আদিম জনগোষ্ঠীর মধ্যে কারামাজংরা অন্যতম। তাদেরই একটি শাখা উগান্ডায় বসবাস করে। কেনিয়ায় বসবাস করা কারামাজংদের অবস্থা মোটামুটি ভালো, কিন্তু উগান্ডায় বসবাস করা কারামাজংরা একেবারেই অবহেলিত।

এই জনগোষ্ঠী এতই হুমকির মধ্যে পড়েছে যে দিনে মাত্র একবার খাবার গ্রহণ প্রথা চালু করেছে তারা। মাত্র এক মগ জব বা ভুট্টা দিয়ে একটি পরিবার ছয় দিন চলে। কয়েক বছর আগেও তারা দিনে তিনবার খেত, কিন্তু এখন তারা দিনে মাত্র একবার খায়। পরিবারের দুরাবস্থার কারণে পরিবারের ছোট ছোট শিশুদেরও কাজে পাঠাতে বাধ্য হয়েছে কারামাজংরা। কারণ, বেঁচে থাকার জন্য কঠিন পরিশ্রম ছাড়া কোনো উপায় নেই তাদের।

3-isolated-African-tribe20170223200127.jpgএসব শিশু প্রায় ১০ ঘণ্টার পথ পাড়ি দিয়ে পরিবারের জন্য পানি আনতে নলকূপ বা নদীতে যায়।

পানির অভাবে একবার খাবার খেতেও তাদের ঝামেলায় পড়তে হয়। আফ্রিকার মরুভূমিতে পানি সঙ্কট প্রবল। দিনের ২৪ ঘণ্টার মধ্যে পানি খুঁজতেই বেরিয়ে যায় ১০ ঘণ্টা। কারামাজংদের জীবন যাযাবরদের মত। তারা কখনো এক স্থানে বেশিদিন থাকে না। এখানে সেখানে তাদের পোষা প্রাণিগুলো নিয়ে বসবাস করে। তাই কোথাও স্থায়ীভাবে পানির ব্যবস্থাও করে না তারা।

এ তো গেল খাবারের বিষয়। প্রকৃতিও কারামাজংদের নির্যাতন করতে ছাড়ে না। মরুভূমিতে বেশিরভাগ সময় বালিঝড় হয়। এ বালিঝড় ছোটখাটো কুটির থাকলে তা নিমিষেই গুড়িয়ে দেয়। বাইরে বালিঝড় থেকে বাঁচার জন্য তারা এক ধরনের লম্বা ঐতিহ্যবাহী পোশাক ব্যবহার করে তারা। কিন্তু সে পোশাক বালিঝড়ের সঙ্গে পাল্লা দিতে সক্ষম নয়।

4-isolated-African-tribe20170223200134.jpgকারামাজংদের জীবন নির্বাহের প্রধান উপায় হলো গরু পালন। ছবিতে এক রাখাল যুবক গরুর পাল নিয়ে মাঠে যাচ্ছে।

ফটোগ্রাফার সুমি সাদুরনি বলেন, ‘আমি এ জনগোষ্ঠীর জীবনযাপন সম্পর্কে মানুষকে জানানোর জন্য ছবিগুলো তুলে তা প্রকাশ করেছি। এমনিতেই আফ্রিকান আবহাওয়ার খুবই উত্তপ্ত। আর দিনদিন তাপমাত্রা আরো বেড়েই চলেছে। এজন্য কারামাজংদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রতিদিন পানির জন্য এদিক সেদিক ছুটে বেড়াতে হয় তাদের। পানি ছাড়া কোনো খাবার নেই, আর খাবার ছাড়া কোনো জীবের আস্তিত্বও নেই। কারামাজং জনগোষ্ঠীর অধিকার নিয়ে কথা বলতে গেলে আগেই তাদের বেঁচে থাকার বিষয়টি নিয়ে কথা বলতে হয়। সারাবিশ্ব আজ মৌলিক অধিকার নিয়ে সংগ্রাম করছে, সেখানে কারামাজংরা শুধু বেঁচে থাকার জন্য আকুতি জানাচ্ছে।’

মানবেতর জীবনযাপন করা মারকো নামের এক কারামাজং যুবক বলেন, ‘আমার সাত সন্তান। তাদের নিয়ে জীবনযাপন করা আমার খুব কঠিন। পেটভরে তাদেরকে খাওয়াতে পারি না। আগের থেকে খাবারের পরিমাণও কমিয়ে দিয়েছি। দিনে মাত্র একবার খাই, বাকি সময় না খেয়ে থাকি।’

5-isolated-African-tribe20170223200148.jpgমাঝে মাঝেই মরুভূমিতে বালিঝড় হয়। এ বালি ঝড় থেকে বাঁচার জন্য এক ধরনের ঐতিহ্যবাহী পোশাক ব্যবহার করে কারমাজংরা।

প্রতিদিনের রুটিনের বিষয়ে বলতে গিয়ে তিনি জানান, সকালে উঠে সে তার পোষা গরুগুলো গণনা করেন। তারপর তাদের সামান্য খাবারের ব্যবস্থা করে পানি আনতে যান। বিকেলের দিকে পানি নিয়ে বাড়ি ফেরেন। তারপর আবার খাবার সংগ্রহের জন্য ছুটে যান।

ফটোগ্রাফার সুমি সাদুরনি আরো বলেন, ‘আফ্রিকান জনগোষ্ঠীর মধ্যে কারামাজংরাই হলো সবচেয়ে অবহেলিত। আমার ছবিগুলো দেখে মানুষ তাদের সম্পর্কে জানতে পারবে। আর জানলেই তাদের সাহায্যে এগিয়ে আসবে। তারাও নতুন করে বাঁচার আশা পাবে।’

6-isolated-African-tribe20170223200222.jpgমরুভূমিতে মাঝে মাঝে সবুজের সমারহও দেখা যায়। কিন্তু তারপরও আবহাওয়া কারামাজংদের প্রতিকূলে থাকে।

7-isolated-African-tribe20170223200236.jpgদুই কারামাজং নারী। পাহাড়ে কাঠসহ অন্যান্য জিনিসপত্র সংগ্রহের পর স্থানীয় বাজারে বিক্রি করে জীবন নির্বাহ করে তারা।

8-isolated-African-tribe20170223200247.jpgকয়েক মাইল পর পর একটি করে সরকারি নলকূপ দেওয়া হয়েছে। সেই নলকূপ থেকে পানি সংগ্রহ করছে কারামাজংরা।

9-isolated-African-tribe20170223200254.jpgউগান্ডার নাপাক জেলায় খুবই দরিদ্র মানুষের বাস। তাই ছোট শিশুদেরও কাজে লাগায় বাবা মা। মাথায় খাদ্যশষ্য নিয়ে পরিবারের কাছে যাচ্ছে এই কিশোর।

10-isolated-African-tribe20170223200433.jpgবামের ছবিতে এক কারামাজং ‍যুবকের মুখে ছোট ছোট দাগ কাটা। ডানের ছবিতে পোকোট জনগোষ্ঠীর এক নারী। কারামাজং ও পোকোট জনগোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ।

11-isolated-African-tribe20170223200439.jpgগ্রীষ্মকালে খরায় হাহাকার করে কারামাজংদের এলাকা। দুপুরে সেখানে আগুনের বাতাস বয়। ছবিতে প্রচণ্ড খরায় মারা গেছে গাছটি।

12-isolated-African-tribe20170223200448.jpgমরুভূমির পাশে কিছু কুটির থাকলেও কারামাজংরা সেখানে থাকতে পারে না। কারণ তাদের পেশা পশুপালন। বিভিন্ন স্থানে ছুটে চলতে হয় তাদের।

13-isolated-African-tribe20170223200453.jpgছেলেকে নিয়ে মাঠে বসে আছেন এক বাবা। তার পাশে খরায় শুকিয়ে যাওয়া ঘাস।

14-isolated-African-tribe20170223200500.jpgপ্রতিকূল পরিবেশে বড় হওয়ায় খুব ছোটবেলায় বাড়ির ছোট ছোট কাজ করতে শুরু করে কারামাজং শিশুরা। ছবিতে গরু চরাতে নিয়ে আসা দুই শিশু।

15-isolated-African-tribe20170223200507.jpgমুরগি পালন করে কারামাজংরা। ছবিতে মাচা তৈরি করে মুরগি পালন দেখানো হয়েছে।

16-isolated-African-tribe20170223200751.jpgকয়েকজন কারামাজং গরুর রাখাল। হাতে তাদের পানির পাত্র। সবসময় পানির পাত্র সঙ্গে রাখে তারা। কারণ একবার পানির আনতে পায় ১০ ঘণ্টা সময় লাগে তাদের।

17-isolated-African-tribe20170223200822.jpgকারামাজং নারী-পুরুষ একসঙ্গে কাজ করে। ছবিতে কয়েকজন নারী গরুর রাখালী করছে।

18-isolated-African-tribe20170223200829.jpgছবিতে দুটি কারামাজং শিশু ছাগল চারণ করাতে এসেছে। ছবিতে দেখা যাচ্ছে খরার কারণে সেখানে কোনো ঘাসও জন্মাতে পারেনি।

19-isolated-African-tribe20170223200844.jpgউত্তর আফ্রিকার মরুভূমি। গ্রীষ্মের সময় মাটির রঙ শুকিয়ে লাল হয়ে যায়। পানির অস্তিত্ব থাকে না মাইলের পর মাইল।

20-isolated-African-tribe20170223200948.jpgবামে এক কিশোরী তার ছোট ভাইকে কোলে নিয়ে আদর করছে। এভাবেই বড় সন্তানরা পরিবারে সহযোগিতা করে থাকেন। ছবির ডানে দাঁড়িয়ে কয়েকজন কারামাজং নারী।

21-isolated-African-tribe20170223201017.jpgগুলতি দিয়ে পাখি শিকার করছে এক কারামাজং শিশু। এভাবে কাজ করেই পরিবার সহযোগিতা করে কারামাজং শিশুরা।

22-isolated-African-tribe20170223202156.jpgনাপাক জেলায় দুই মেয়ের সঙ্গে এক কারামাজং নারী। পেছনে তাদের ছোট্ট কুটির।

23-isolated-African-tribe20170223202317.jpgখাবারের অভাবে মাত্র এক মগ জব বা ভুট্টার দানা দিয়ে একটি মাঝারি পরিবার ছয় দিন চলে। অভাবের কারণে দিনে একবার খাবার ব্যবস্থা চালু করেছে কারামাজংরা।

24-isolated-African-tribe20170223202325.jpgগরুগুলোই কারামাজংদের বেঁচে থাকার প্রধান অবলম্বন। ছবিতে একটি গরুর মুখে বিশেষ দাগ দেওয়া হয়েছে, যেন গরু চোর বা রোগবালাইয়ের হাত থেকে গরুটি সুরক্ষিত থাকে।

25-isolated-African-tribe20170223202336.jpgকুটিরের পাশে রঙিন পোশাক পরা এক কারামাজং যুবক।

কারমাজংদের জীবন যাপন ও ওই এলাকার সার্বিক অবস্থা নিয়ে ‘ল্যান্ড অব থ্রোনস’ নামে একটি ডকুমেন্টরি ফিল্ম তৈরি করা হয়েছে। সেই ভিডিওটি পাঠকদের জন্য দেওয়া হলো-

এই পোস্ট শেয়ার করুন:

এই বিভাগের আরো খবর

নামাযের সময়

সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৮
  • ১১:৫৩
  • ৩:৪২
  • ৫:২১
  • ৬:৩৭
  • ৬:২২

বিগত মাসের খবরগুলি

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০