নিউজ ডেস্ক:
হত্যাচেষ্টা মামলায় আগামী ৮ জানুয়ারি কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেছেন আদালত। আজ বৃহস্পতিবার সিলেটের মুখ্য মহানগর হাকিম মো. সাইফুজ্জামান হিরু এ আদেশ দেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, খাদিজা বেগমের হত্যাচেষ্টা মামলায় বৃহস্পতিবার আদালতে সাক্ষ্য দিয়েছেন ঢাকার স্কয়ার হাসপাতালের চিকিৎসক রেজাউস সাত্তার। আদালতে তার চিকিৎসার বিবরণ দিয়েছেন তিনি। রেজাউস সাত্তার আদালতকে আরও জানান, খাদিজা এখন সাভারের সিআরপিতে আছেন। বর্তমান শারীরিক অবস্থায় তিনি আদালতে সাক্ষ্য দিতে পারবেন।