খাঁচায় হাত ঢুকিয়ে সিংহকে পোষ মানানোর চেষ্টা, অতঃপর…

0
53

নিউজ ডেস্ক:

সিংহের কামড় খেয়ে দল থেকে ছিটকে পড়েছেন ব্রিটিশ রাগবি খেলোয়াড় স্কট ব্যাল্ডউইন। সিংহকে পোষ মানানো ২৯ বছর বয়সী স্কট ব্যাল্ডউইনের শখ।
কিন্তু দক্ষিণ আফ্রিকায় গিয়েও যে তার সে শখ জাগবে তা কে জানতো? আর সে ভুলের খেসারতও দিতে হচ্ছে তাকে।

দল থেকে কয়েক সপ্তাহ থেকে দূরে থাকতে হবে তাকে। এ নিয়ে বেশ বিরক্ত কোচ স্টিভ ট্যান্ডি। সংবাদ সম্মেলনে এসে তিনি বলেছেন, ‘আমি এ পর্যন্ত যত ঘটনার সঙ্গে জড়িয়েছি, এটা সবচেয়ে বিরক্তিকর। খাঁচায় হাত ঢুকিয়ে দিলে সিংহ কামড়াবে এটাই স্বাভাবিক। আর তা ব্যাল্ডউইনের মনে রাখার দরকার ছিল। যাই হোক সে ভালো আছে। হাতে কয়েকটি সেলাই দিতে হয়েছে। আশা করি সে কয়েক সপ্তাহ পরেই খেলায় ফিরতে পারবে।
সূত্র : বিবিসি