খবর বিবিসির:ডোকালামে বিজয় দাবি করল চীন !

0
23

নিউজ ডেস্ক:

সিকিমের ডোকালাম সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের একটি সমঝোতা চুক্তিতে পৌঁছেছে চীন ও ভারত। আর এরপরই বিরোধপূর্ণ এই সীমান্ত থেকে ভারতের সেনা প্রত্যাহারে রাজি হওয়ায় নিজেদের বিজয় হয়েছে বলে দাবি করেছে চীন।

বেইজিংয়ের পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘এটা আনন্দের খবর যে,ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সীমান্তের ভারতীয় অংশে ফিরে গিয়েছে। ‘

অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, যে দুইদেশের মধ্যে সমঝোতা চুক্তির ভিত্তিতে সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করা হচ্ছে।

প্রসঙ্গত, ডোকালাম সীমান্তের ‘প্লাথিয়ু’ নামক স্থানে চীন কর্তৃক রাস্তা নির্মাণ করাকে কেন্দ্র করে গত জুনে দুই দেশের সেনা বাহিনী জড়ো হয়। হুমকি-ধামকি কম হয়নি। এমনকি এ ইস্যুতে লাদাখে ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। অঞ্চলটি ভারতের কাছে ডোকালাম নামে পরিচিত হলেও চীনের কাছে তা ডংলাং নামে পরিচিত।

আর দুদেশের মধ্যে সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে সমঝোতার প্রস্তাবটি এমন সময় এলো যখন মাত্র সপ্তাহ খানিকের মধ্যেই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীন সফর যাচ্ছেন।