রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ দেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান: স্পিকার !

নিউজ ডেস্ক:

২০৪১ সালের মধ্যে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সমৃদ্ধদেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী।

গতকাল শনিবার বাংলা একাডেমীতে আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেনের ‘বাংলাদেশ মার্চিং ফরওয়ার্ড’ এ কালেকশন অব আর্টিকেলস অ্যান্ড স্পিচেস গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।

স্পিকার বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে তুলে ধরার ক্ষেত্রে ড. এ কে আবদুল মোমেন রচিত ‘বাংলাদেশ মার্চিং ফরওয়ার্ড’ গ্রন্থ অবদান রেখেছে। নারীর ক্ষমতায়ন, জলবায়ুর পরিবর্তন মোকাবেলাসহ বিভিন্ন বিষয় লেখক তার গ্রন্থে তুলে ধরেছেন, যা বিশ্ববাসীর কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সহায়ক ভূমিকা রেখেছে।

ইমেরিটাস প্রফেসর আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য ড. আব্দুল মান্নান চৌধুরী, অশোকা ফেলো সেলিম সামাদ, সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মাদ এ আরাফাত বক্তব্য রাখেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular