নিউজ ডেস্ক:
ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটা নিয়েই ফেললেন বর্ষীয়ান পাকিস্তানি ব্যাটসম্যান ইউনিস খান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ খেলেই ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি।
ওয়ানডে ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন ইউনিস। পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবা উল হকও একদিন আগেই জানিয়ে দিয়েছেন আসন্ন টেস্ট সিরিজের পর তিনিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন। দুই ক্রিকেটার একসঙ্গে অবসর নেওয়ায় পাক ক্রিকেটে বড় ধরণের শূন্যতা তৈরি হবে বলেই মনে করা হচ্ছে।
অবসরের সিদ্ধান্ত ঘোষণার পর ইউনিস খান বলেছেন, ‘প্রত্যেককেই একদিন সরে দাঁড়াতে। আমিও সরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তবে অবসরের পরও পাক ক্রিকেটের সেবা করার চেষ্টা করব আমি। যতদিন খেলেছি, নিজের সেরাটা দিয়েছি। এবার নতুনদের সামনে সুযোগ পাক ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার। ’
২০০০ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল ইউনিসের। অভিষেক টেস্টে শতরানও করেছিলেন। ইউনিস বলেন, ‘যখন শুরু করেছিলাম, দলে ওয়াসিম আকরাম, রশিদ লতিফ, ইনজামাম উল হকের মতো ক্রিকেটারদের পেয়েছিলাম। এখন একটা নতুন প্রজন্ম এসেছে। দলটা বেশ ভাল। ’
এখনও পর্যন্ত ১১৫ টি টেস্ট খেলেছেন ইউনিস খান। করেছেন ৯৯৭৭ রান। শতরান রয়েছে ৩৪ টি। সর্বোচ্চ ৩১৩। হাতে এখনও তিনটি টেস্ট পাবেন ইউনিস। ১০০০০ রান পূর্ণ হতে তার চাই আর মাত্র ২৩ রান।