ক্রিকেটার আরাফাত সানি গ্রেফতার !

0
63

নিউজ ডেস্ক:

ক্রিকেটার আরাফাত সানিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার সকালে সাভার থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রাজধানীর মোহাম্মদপুর থানায় আনা হয় তাকে।

তথ্যপ্রযুক্তি আইনের মামলায় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে গ্রেফতার করেছে পুলিশ।

আপত্তিকর ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক তরুণীর দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করে রাজধানীর মোহাম্মদপুর থানায় আনা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।

তিনি বলেন, ‘আরাফাত সানির নামে তথ্য প্রযুক্তি আইনে তারই দীর্ঘদিনের বান্ধবী নাসরিনের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে মোহাম্মদপুর থানা পুলিশ আজ সকালে তাকে সাভারের আমিনবাজার থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গত ৫ জানুয়ারি মামলাটি দায়ের করেন ওই তরুণী। মামলা নম্বর ১১।

আরাফাত সানিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।