নিউজ ডেস্ক:
ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে পরাজিত করে আইসিসি র্যাকিংয়ে ছয়ে ওঠায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার রাতে নিজের একাউন্টে এক টুইটার বার্তায় মাশরাফি বাহিনীকে এ অভিনন্দন জানান তিনি।
খালেদা জিয়া বলেন, ‘বিদেশে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমবারের মতো এমন মনমাতানো বিজয়ের জন্য টাইগারদের অভিনন্দন। বিজয়ের এই ধারা অব্যাহত থাকুক। ‘
দলীয় প্যাডে রাতে পৃথক এক অভিনন্দন বার্তায় বিএনপি চেয়ারপারসন বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ ও ম্যানেজারকে অভিনন্দন জানান।
তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে ক্রিকেট খেলায় যেভাবে পারদর্শিতা দেখিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে, তাতে আমি গর্বিত। আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আমি আশাবাদী নিয়মিত অনুশীলন ও প্রশিক্ষণ অব্যাহত রাখলে বাংলাদেশের টাইগাররা ভবিষ্যতেও জয়ের গৌরব ধরে রাখতে সক্ষম হবে। ‘
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড করে ৮ উইকেটে ২৭০ রান। ৫ উইকেট হারিয়ে ১০ বল বাকি রেখে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ।