বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

‘ক্রাইম রোড’ মুক্তি পাচ্ছে মার্চে !

নিউজ ডেস্ক:

কোনো কাটছাঁট ছাড়া ছাড়পত্র পাওয়া ‘ক্রাইম রোড’ শিরোনামের সিনেমাটি আগামী ২৪ মার্চ সারাদেশে মুক্তি পাচ্ছে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

চলচ্চিত্র নির্মাতা সায়মন তারিক নির্মিত এ সিনেমায় বর্তমান প্রজন্মের একঝাঁক তারকা অভিনয় করছেন।

‘ক্রাইম রোড’ ছবিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শাহরিয়াজ, শায়লা সাবি, বিপাশা কবির, শরীফ চৌধুরী, অমিত হাসান, সাদিয়া আফরিন, শাঙ্কু পাঞ্জা, মাহমুদুল ইসলাম প্রমুখ। এ ছবির গানগুলোর সুর ও সংগীত করেছেন আলী আকরাম। গানগুলোয় কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, কনা, সানজিদা রুমা, খেয়া, প্রতীক হাসান, লুইপা, রুপম।

সিনেমা প্রসঙ্গে পরিচালক সায়মন তারিক বলেন, ‘সিনেমাটির শুটিং অনেক আগেই শেষ হয়েছে। চলতি বছরের শুরুতে এর সেন্সর ছাড়পত্র হাতে পাই। সিনেমাটির গল্প কয়েকজন বন্ধুকে ঘিরে। এখানে কয়েকটি জুঁটি দেখা যাবে। আশা করছি সিনেমাটি দর্শকদের ভালো লাগবে। ’

২০১৪ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর কাকরাইলের ভিসটেক স্টুডিওতে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এরপর ঢাকাসহ দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যায়নের কাজ হয়। চলতি বছরের ৩ জানুয়ারি সেন্সরে জমা দেয়া হয় ছবিটি। পরে ১৭ জানুয়ারি কোনো কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পায় ‘ক্রাইম রোড’।

Similar Articles

Advertismentspot_img

Most Popular