ক্রমশই আকর্ষণ হারাচ্ছে ট্যাবলেট !

0
27

নিউজ ডেস্ক:

দিন দিন যতই নতুন প্রযুক্তির আর্বিভাব ঘটছে ততই আকর্ষণ হারাচ্ছে ট্যাবলেট ডিভাইস। এ নিয়ে ট্যাবলেট ডিভাইস বাজার টানা ১০ প্রান্তিক ধরে সরবরাহ ঘাটতিতে রয়েছে। ৪মে বৃহস্পতিবার বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

জানা গেছে, জানুয়ারি-মার্চ প্রান্তিকে ট্যাবলেট ডিভাইসের সরবরাহ হয়েছে মোট ৩ কোটি ৬২ লাখ ইউনিট, যা এক বছর আগের একই প্রান্তিকের তুলনায় ৮.৫ শতাংশ কম। এদিকে বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিকস পৃথক এক প্রতিবেদনে জানায়, চলতি বছরের প্রথম প্রান্তিকে বৈশ্বিক ট্যাবলেট ডিভাইস বাজারে ১০শতাংশ সরবরাহ কমেছে ।

এ ব্যাপারে আইডিসির বিশ্লেষক রায়ান রেইথ বলেন, গ্রাহকের রুচির পরিবর্তন হয়েছে। তাছাড়া বাজারে তেমন চমকপ্রদ ট্যাবও এখন আর আসছে না। ডিভাইস ব্যবহারকারীরা এখন ট্যাবলেটের পরিবর্তে স্মার্টফোন বা নতুন হালকা-পাতলা ল্যাপটপ ব্যবহারে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছে। তবে, সাধারণ ডিভাইস সরবরাহ কমলেও প্রথম প্রান্তিকে হাইব্রিড ট্যাবলেট ডিভাইসের চাহিদা কিছুটা বেড়েছে। হাইব্রিড ট্যাবলেট হলো- যেগুলো প্রয়োজন অনুযায়ী কিবোর্ড লাগিয়ে ল্যাপটপ হিসেবে ব্যবহার করা যায়।

উল্লেখ্য, আইডিসির তথ্যমতে, বৈশ্বিক ট্যাবলেট ডিভাইস বাজারে শীর্ষে রয়েছে অ্যাপল। জানুয়ারি-মার্চ প্রান্তিকে প্রতিষ্ঠানটির বাজার দখল ২৪.৬ শতাংশ। বাজার দখলে শীর্ষ অবস্থানে থাকলেও গত বছরের একই সময়ের তুলনায় প্রতিষ্ঠানের ডিভাইস বিক্রি কমেছে ১৩ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং। ট্যাবলেট ডিভাইস বাজারের ১৬.৫ শতাংশ দখলে রয়েছে তাদের।

সূত্র: আইডিসি