ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে সাকিব !

0
32

নিউজ ডেস্ক:

নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ডাবল সেঞ্চুরির (২১৭) সুবাদে আট ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে উঠে এসেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ে ২৩ নম্বরে অবস্থান করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। একই ম্যাচে ১৫৯ রান করা বাংলাদেশ দলপতি মুশফিকুর রহিম ১০ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে অবস্থান করছেন।

তবে বাংলাদেশিদের মধ্যে টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ে ওপরের কিন্তু এই দু’জনের কেউ নন। সদ্য শেষ হওয়া ওয়েলিংটন টেস্টে একটি হাফসেঞ্চুরি করায় দুই ধাপ এগিয়ে ২০তম টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। সমান একটি হাফসেঞ্চুরি করা মুমিনুল হক এক ধাপ এগিয়ে ২৮তম স্থানে আছেন। তবে  বোলিংয়ে আগের ১৫তম স্থানেই অনড় রয়েছেন সাকিব।