ক্যারিয়ার সেরা বোলিং করলেন তাসকিন

0
3
সোমবার (২৫ নভেম্বর) সকাল সকাল ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়ে ১৫২ রানেই অলআউট করে দেয় টাইগাররা। সিরিজের প্রথম টেস্ট জিততে বাকি সময়ে ৩৪৪ করতে হবে সফরকারীদের।

ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ব্যাটিং ইনিংস একাই ধসিয়ে দেন তাসকিন আহমেদ। ক্যারিয়ার সেরা বোলিংয়ে নেন ৬ উইকেট। দুই উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। একটি করে উইকেট পেয়েছেন শরীফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ১৮১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। তবে এই ইনিংসে কাউকেই মাথা তুলে দাঁড়াতে দেননি তাসকিন। শুরুটা যেমন করেন তিনি, শেষটাও হয় তার হাত ধরে।

উইন্ডিজ ওপেনার মিকাইল লুইসকে ফিরিয়ে শুরু তাসকিনের তাণ্ডবলীলার। এরপর একে একে কেচি কার্টি, কাভেম হজ, জাস্টিন গ্রেভস, শামার জোসেফ এবং কেমার রোচকে ফেরান এই ডানহাতি পেসার। ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ ৪২ রান আসে আলিক আতানাজের ব্যাট থেকে।