নিউজ ডেস্ক:
ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এর নিলামে দল পাননি তামিম, তাসকিন, মাহমুদউল্লাহ ও বিজয়। অন্যদিকে, দল পেতে কোনো সমস্যা হয়নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। বর্তমান চ্যাম্পিয়ন জ্যামাইকা তালওয়াশ ধরে রেখেছে সাকিবকে।
নিলামের ড্রাফটে থাকা ২৫৮জন খেলোয়াড়ের মধ্যে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে রাখা হয় বেশ কয়েকজন তারকাকে। ড্রাফটে অস্ট্রেলিয়ার ২৮, শ্রীলঙ্কার ১৯, নিউজিল্যান্ডের ১৭, দক্ষিণ আফ্রিকার ১৬, আফগানিস্তানের ৫, ইংল্যান্ডের ৪, জিম্বাবুয়ের ৪, আয়ারল্যান্ডের ৩, কানাডার ২, ওমান ও যুক্তরাষ্ট্রের ১ জন ক্রিকেটার ছিলেন। তবে সবচেয়ে বেশি ৪৬ জন খেলোয়াড় ছিল পাকিস্তানের।
ওপেনার তামিম ইকবাল এবারের আসরে দল না পেলেও সেন্ট লুসিয়া জুকসের হয়ে মাতিয়েছিলেন ২০১৫ এর সিপিএল। অন্যদিকে, এবারের আসরে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে নিতে জ্যামাইকা খরচ করছে ১ লাখ ১০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৮৮ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।