রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

ক্যামেরার সামনের সেই সব অভিজ্ঞতা কেমন, জানালেন পর্নতারকা!

নিউজ ডেস্ক:

পর্ন ফিল্মের চাহিদা বেড়েই চলেছে। বাড়ছে পর্নতারকাদের কদরও।
অল্প সময়ে বেশি অর্থ উপার্যনের এই সুযোগ অনেকে ছাড়তে চান না। তবে পর্দার যে দৃশ্য দর্শকরা উপভোগ করেন, তার নেপথ্যে অনেকটা পরিশ্রম থাকে। থাকে যন্ত্রণাও। এমনটাই দাবি পর্নতারকা ম্যাডিসন মিসিনার।

১০০টিরও বেশি পর্ন ভিডিওতে অভিনয় করে ফেলেছেন ৩৫ বছরের এই পর্নতারকা। নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেছেন, ক্যামেরার সামনে যৌনতা পুরো যন্ত্রের মতো হয়। তাতে কোনও আবেগ থাকে না। কেবল অভিনয় করে যেতে হয়।

মিসিনা আরও জানান, মাঝে মধ্যে আবার সিনেমার মতো রি-টেকও দিতে হয়।
বেশিরভাগ সময়ই এই যৌনতা যন্ত্রণাদায়ক হয়। বিভিন্ন অবস্থায় যৌনতায় লিপ্ত হতে গিয়ে আহতও হতে হয়েছে অভিনেত্রীকে। বিশেষ করে অনস্ক্রিন যৌনসঙ্গীর যদি অভিজ্ঞতা কম থাকে।

তবে এই পেশায় অর্থ প্রচুর মেলে। আর তার টানে অনেক তরুণ-তরুণীই এদিকে আকর্ষিত হন। তবে এখানে শরীরই সব। তাই শরীরের দিকে বাড়তি খেয়াল রাখতে হয় বলে জানিয়েছেন প্রখ্যাত পর্নস্টার।

Similar Articles

Advertismentspot_img

Most Popular