নিউজ ডেস্ক:
ফল, শাক-সবজিতে রোগ নিরাময়কারী উপাদান থাকে। যা আমাদের শরীরকে সুস্থ-সবল রাখতে সাহায্য করে।
প্রায়ই আমরা বাড়িতে বাঁধাকপি খেয়ে থাকি। জানেন এই বাঁধাকপিই প্রতিরোধ করতে পারে বিভিন্ন ধরনের ক্যান্সার?
বাঁধাকপিতে প্রচুর পরিমানে ফোলেট এবং ভিটামিন সি থাকে। যা ডায়াবিটিস প্রতিরোধ করতে পারে। এরই সঙ্গে এতে এমন কিছু উপাদান থাকে, যা প্রস্টেট, ফুসফুস, গলব্লাডার, পাকস্থলী, কিডনি, কলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধ করতে পারে। সবুজ কিংবা লাল, দু’রকমের বাঁধাকপিই একই উপকার করে।
আমাদের শরীরে স্তন ক্যানসারের কোষগুলিকে বাড়তে দেয় না বাঁধাকপি। এছাড়াও, ডিএনএ ড্যামেজ করা কোষগুলির হাত থেকে আমাদের শরীরকে বাঁচায় এই সবজি। তাই, এবার থেকে আর যা কিছু খান, বাঁধাকপি অবশ্যই খাবেন।