বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

ক্যান্সার-এইচআইভি’র প্রতিষেধক উদ্ভিদের সন্ধান !

নিউজ ডেস্ক:

ক্যান্সার সহ এইচআইভির প্রতিষেধক উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে। আর সেই উদ্ভিদ এশিয়া মহাদেশেই রয়েছে। সাম্প্রতিক কালে একটি গবেষণায় উঠে এসেছে এই তথ্য।

বিজ্ঞানীদের মতে, এশিয়া মহাদেশে এমন একটি গাছের সন্ধান পাওয়া গেছে যা এজিটি ড্রাগের থেকেও বেশি শক্তিশালী। এইচআইভির আক্রমণ প্রতিহত করতে এজিটি ড্রাগ ব্যবহার করা হতো। গুল্ম জাতীয় এক প্রকারের উদ্ভিদ জন্মায় পূর্ব এশিয়ায়। মোট ৪৫০০ টিরও বেশি প্ল্যান্টের উপরে গবেষণা করে জানা গেছে যে, এই গাছের নির্যাস থেকে রোধ করা যাবে এইচআইভি।

যুক্তরাষ্ট্রের শিকাগোর শহরের এক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দীর্ঘ দশ বছরেরও বেশি ধরে এই নিয়ে গবেষণা চালিয়েছেন। ভিয়েতনামের রাজধানী শহর হ্যানয়ের এক ন্যাশনাল পার্কে জন্মায় এই বিশেষ প্রকারের উদ্ভিদ। যেগুলি নিয়েই গবেষণা চালিয়েছেন শিকাগোর গবেষকেরা।

এই গুল্মের নির্যাস থেকে শুধুমাত্র ক্যান্সার এবং এইচআইভি রোগ প্রতিরোধ নয়। যক্ষ্মা এবং ম্যালেরিয়া রোগ প্রতিষেধক হিসেবেও বিশেষ উপকার দেবে এই গুল্ম। ন্যাচারাল কম্পাউন্ড নামের একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে এই গবেষণাপত্রটি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular