বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ক্যাট ভক্ত চাইলো সেলফি, পেল থাপ্পড় !

নিউজ ডেস্ক:

সম্প্রতি সময়ে বারবারই খবরের শিরোনামে আসছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। গত সপ্তাহেই উন্মুক্ত শরীরে সাদা তোয়ালে জড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিয়ে আলোচনায় আসেন এই সেলিব্রেটি। ফটোগ্রাফার মারিও টেস্টিনোর ক্যামেরার সামনে আলগা করে একটা তোয়ালে নিয়ে ফটোশ্যুটে হাজির হন তিনি। তাতেই শুরু হয় সমালোচনার ঝড়। আর এরই মধ্যে আবারও আলোচনায় ক্যাটরিনা।

তবে এবার অনেকটা দুর্ঘটনা নিয়েই হাজির হয়েছেন ক্যাট। তারকাদের সান্নিধ্যে যাওয়ার জন্য অনেক কিছু করেন ভক্তরা। কখনও তারা পান পুরস্কার, আবার কখনও মেলে তিরস্কার। সম্প্রতি এমনই এক ঘটনায়, সেলফির পরিবর্তে থাপ্পড় জুটেছে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের এক ভক্তের।

জানা যায়, মুম্বাইয়ে নিজের বাসায় ফিরছিলেন ক্যাটরিনা। এসময় তাকে অনুসরণ করে তার বাসা পর্যন্ত যান এক ভক্ত। শুধু তাই নয়, বাসার গেটের সামনে গিয়ে ক্যাটরিনার নাম ধরে চিৎকার করেন এবং এ অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলার আবদার করতে থাকেন। তাকে চলে যেতে বলা হলেও ভক্ত তা শুনতে নারাজ। পরবর্তীতে ক্যাটরিনার গাড়ি চালক এসে সেই ভক্তকে থাপ্পড় দিয়ে সরিয়ে দেন। এরপর কাঁদতে কাঁদতে সেই স্থান ত্যাগ করেন সেই ভক্ত। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি ক্যাটরিনা কাইফ।

সূত্র: ইন্ডিয়া ডটকম

Similar Articles

Advertismentspot_img

Most Popular