ক্যাচ মিসের পর বাজে ব্যাটিং বাংলাদেশের !

0
38

নিউজ ডেস্ক:

সকাল সকাল কিউই ব্যাটিংয়ের লেজ মুড়িয়ে দিয়ে ছোটখাট একটা লিড নেওয়ার যে স্বপ্ন দেখছিল টিম বাংলাদেশসহ দেশবাসী। তা হতে দিল অাবারও ক্যাচ ফেলার ব্যর্থতায়। দ্বিতীয় দিনের পর চতুর্থ দিনের তৃতীয় ওভারেই ক্যাচ ড্রপ। কামরুল ইমলাম রাব্বির বলে দ্বিতীয় স্লিপে সাউদির লোপ্পা ক্যাচ ফেলে দিলেন মেহেদী হাসান মিরাজ।

তবে এখানেই শেষ নয়, এবার বোলার তাসকিন। ওয়েগনারের ব্যাটের বাইরের অংশ ছুঁয়ে যাওয়া ক্যাচ ধরেও ফেলে দিলেন অভিষিক্ত ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। যে ম্যাচে বাংলাদেশের লিড পাওয়ার কথা সেই ম্যাচে উল্টো ৬৫ রানের লিড উপহার দিল সফরকারীরা।

ক্যাচ মিসের পর যদি ব্যাটিংটা ভালো হতো তাহলে হয়তো এইসব প্রশ্ন উঠতো না। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ যেন উইকেট বিলিয়ে দিয়ে আসার প্রচেষ্টায় নামলেন। চাইলেন কে কার আগে আউট হওয়া যায়। তাই তো নিজেদের ব্যর্থতার পরিচয় দিয়ে একে একে ফিরে গেলেন তামিম ইকবাল (০৮), সাকিব আল হাসান (০৮), সাব্বির রহমান (০০), নুরুল হাসান সোহান (০০) ও নাজমুল হাসান শান্ত (১২)। কেবল রানে ফেরা সৌম্য সরকার ও মাহমুদুল্লাহ রিয়াদকে একটু প্রতিরোধ করতে দেখা গেছে। তবে তারা কি পেরেছেন নিজের সামর্থ্যের সর্বোচ্চ ঢেলে দিতে। তাই দেড় দিন খেলা বন্ধ থাকার পরও হারের শঙ্কায় বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১২৪ রান।