কোরিয়ান অভিনেতার ‘রহস্যজনক’ মৃত্যু

0
1

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা সং জে রিম মারা গেছেন। নিজ ঘরে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর। অভিনেতার আচমকা মৃত্যুর খবরে শোকাহত কোরিয়ার শোবিজ ইন্ডাস্ট্রি।

মৃতদেহের পাশেই দুই পাতার সুইসাইড নোট পাওয়া গেছে বলে জানায় সিউলের সিওংডং পুলিশ।

সিউলের সিওংডং পুলিশ আরও জানায়, পুলিশকে অভিনেতার মৃত্যুর খবর দিয়েছিলেন তার এক বন্ধু। যার সঙ্গে দুপুরে নিজ বাড়িতে একসঙ্গে খাওয়ার প্ল্যান করেছিলেন রিম।

তবে হঠাৎ কেন রাতেই সুইসাইড করেছেন অভিনেতা, এমন প্রশ্ন তুলেছেন রিমের ওই বন্ধু। এরপরই রিমের মৃত্যু নিয়ে দানা বাধে রহস্য। লাশ পাঠানো হয় ময়নাতদন্তে। রিমকে হারিয়ে শোকাহত তার পরিবার।

তারা জানিয়েছেন, শুধুমাত্র পরিবারের সদস্য নিয়ে ছোট পরিসরে রিমের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করতে চান। তবে এখনও সংবাদমাধ্যমে মৃত্যুর কারণ প্রসঙ্গে কিছুই জানাতে পারেনি রিমের পরিবার।

সূত্র: সিএনএন