রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

কোনো পুলিশ সদস্য অপর্কম করলে সঙ্গে সঙ্গে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা

চুয়াডাঙ্গার আলুকদিয়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে পুলিশ সুপার জাহিদুল ইসলাম

নিউজ ডেস্ক:‘বর্তমান পুলিশ বদলে যাও, বদলে দাও নীতিতে বিশ্বাসী। আপনাদের দেওয়া তথ্যই আমাদের বদলে দিতে সাহায্য করবে। সমাজে অপরাধ দমন ও শান্তি প্রতিষ্ঠায় দিনরাত যেকোনো সময়, যেকোনো বিষয়ে পুলিশকে তথ্য দিন। পুলিশ আপনাদের পাশে এসে হাজির হয়ে যাবে।’ চুয়াডাঙ্গা সদর থানার আয়োজনে গতকাল শনিবার বিকেল চারটার দিকে আলুকদিয়া বাজারে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাহিদুল ইসলাম এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, ‘বাংলাদেশ সৃষ্টিতে এ দেশের জনগণ মুক্তিযুদ্ধ করেছিল। সেই মহান মুক্তিযুদ্ধে রাজারবাগ পুলিশ প্রথম অস্ত্রহাতে প্রতিরোধ গড়ে তুলেছিল। স্বাধীন বাংলাদেশ গঠন থেকে শুরু করে বর্তমান ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রতিটি ধাপে ধাপে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনারা তথ্য দিয়ে আমাদের সেই কাজের গতি আরও বাড়িয়ে দিবেন। আমার কোনো পুলিশ সদস্য কোথাও গিয়ে যদি অপর্কম করে, সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশ এখন গরীব নয় উল্লেখ করে এসপি জাহিদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী পুলিশের অবস্থা বদলে দিয়েছেন। পুলিশেকে যেন কারও কাছে হাত পাততে না হয়, তার ব্যবস্থা তিনি করে দিয়েছেন। বাংলাদেশের কোথাও কোনো কিছু ফ্রিতে না পেলেও একমাত্র পুলিশের সেবা ফ্রিতে পাওয়ার ব্যবস্থা তিনি করে দিয়েছেন। এই পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী। প্রজাতন্ত্রের মালিক জনগণের টাকায় পুলিশের বেতন হয়। ফলে জনগনের সেবা করায় পুলিশের প্রধান কাজ।
পুলিশের প্রতি মানুষের বিরূপ ধারণা পরিবর্তন হয়েছে জানিয়ে পুলিশ সুপার বলেন, এখন থানাতে মামলা, জিডি করা ছাড়াও যেকোনো ধরণের পুলিশের সেবা নিতে টাকা লাগে না, তা মানুষ জেনে গেছে। ফলে সমাজের ছোট-বড় যেকোনো সমস্যার সমাধান পেতে মানুষ এখন পুলিশ-কেন্দ্রীক হচ্ছে। এই পুলিশের কাছে মানুষের চাহিদাও অনেকটা বেড়ে গেছে। অন্য প্রতিষ্ঠানের দায়িত্ব ও কর্তব্য অনেকাংশে পালন করতে হচ্ছে পুলিশকে। সে কারণে পুলিশও আর বসে থাকবে না। পুলিশের সেবা জনগণের দৌরগোড়াই পৌঁছে দিতে এ ধরণের অনুষ্ঠানের আয়োজন করা। যাতে দেশের প্রান্তিক জনগোষ্ঠী পুলিশ সম্পর্কে জানতে পাওে, কোথায় গেলে কীভাবে সেবা পাওয়া যাবে। কাক্সিক্ষত সেবা না পেলে কোথায় কার কাছে অভিযোগ করা যাবে।
সমাজে বিভিন্ন শ্রেণির মাদকাসক্ত নারী-পুরুষের ভয়ানক পরিণতির কথা উল্লেখ করে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে জাহিদুল ইসলাম বলেন, ‘ মাদকমুক্ত সমাজ গঠন, জঙ্গি, সন্ত্রাস, বাল্যবিবাহ, নারী নির্যাতনসহ সমাজের সব অপরাধমূলক কর্মকা- দমন করতে আমাদের ফোন করুন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আলুকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসলাম উদ্দীন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ। এ ছাড়াও উপস্থিত ছিলেন তিতুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লাহ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular