বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

কোথায় আছেন সালমান শাহ’র স্ত্রী সামিরা ?

নিউজ ডেস্ক:

১৯৯৬ সালে রহস্যজনকভাবে মৃত্যু হয় ঢালিউডের সাড়াজাগানো নায়ক সালমান শাহ’র। অনেকেরই ধারণা তার স্ত্রী সামিরা ও তার পরিবার মিলে সালমানকে হত্যা করেছে।

সম্প্রতি এক ভিডিও বার্তায় সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামী রুবিও দাবি করেছেন, সামিরাই স্বামী সালমানকে হত্যা করিয়েছে।

মাত্র ২১ বছর বয়সে মা নীলা চৌধুরীর বান্ধবীর মেয়ে সামিরাকে বিয়ে করেন সালমান শাহ্‌। সামিরার বাবা জাতীয় দলের প্রাক্তন উইকেটকিপার-অধিনায়ক শফিকুল হক হীরা। মা থাইল্যান্ডের নাগরিক চট্টগ্রামের বিউটি পার্লার ব্যবসায়ী লুসি।

সালমানের মৃত্যুর পর তার সামিরা আড়ালে চলে যান। সালমানের মৃত্যুর কয়েক বছর পর ব্যবসায়ী মুস্তাক ওয়াইজকে বিয়ে করেন সামিরা। দ্বিতীয় বিয়ের পর দেশ ছেড়ে চলে যান থাইল্যান্ড। সেখানে সামিরার নতুন সংসারে একটি ছেলে ও দুটি মেয়ে।

থাইল্যান্ডে সামিরার ছোট দুই বোন ফাহরিয়া হক ও হুনায়জা শেখ তাদের স্বামী সন্তান নিয়ে বাস করেন। সামিরা বাংলাদেশে তেমন আসেন না বললেই চলে।
সালমান হত্যা মামলার অন্যতম আসামী রুবির পোস্ট করা ভিডিও:

 

Similar Articles

Advertismentspot_img

Most Popular