ঝিনাইদহ সংবাদাতাঃ ঝিনাইদহ কোটচাঁদপুর শহরে প্রকাশ্যে দিবালোকে কালাম হোসেন (২৩) নামে এক ভাজা ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। এ সময় তার কাছে থাকা ১৫ হাজার টাকা নিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বৃহস্পতিবার সকাল ১০ টায় দিকে কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে । আহত কালাম শহরের বেনেপাড়া এলাকার ওমর আলীর ছেলে। আহত কালাম হোসেন জানায়, ভাজা বিক্রি করে আসার সময় কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এলে কতিপয় ৮-১০ জন ছেলে কিছু কথা আছে বলে পাশের এক গলির মধ্যে নিয়ে যায়। এ সময় কিছু না বলেই তারা আমার উপর চড়াও হয়। প্রথমে কাঠ দিয়ে মাথায় আঘাত করে, আমি মাটিতে পড়ে গেলে সবাই আমাকে লাথি মারতে থাকে। এ সময় আমি জ্ঞান হারিয়ে ফেলি।