বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

কোটচাঁদপুরে ১’শ ৪ বোতল ফেন্সিডিলসহ আলমসাধু উদ্ধার

নিউজ ডেস্ক: ঝিনাইদহের কোটচাঁদপুরে আমদানি নিষিদ্ধ ভারতীয় ১’শ ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে কোটচাঁদপুর থানা পুলিশ। গতকাল রবিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার রামচন্দ্রপুর মাঠপাড়া বাজারের চৌরাস্তা মোড় থেকে এই ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় পুলিশ মাদক ব্যবসার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে না পারলেও মাদক চালানে ব্যবহৃত একটি আলমসাধু গাড়ি জব্দ করে। এ ব্যাপারে এজহারভুক্ত এক আসামীসহ অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। কোটচাঁদপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) সৈয়দ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার বলুহর রামচন্দ্রপুর এলাকা দিয়ে আলমসাধু গাড়িতে বহন করে ফেন্সিডিল পাঁচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পুলিশ অবস্থান করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা আলমসাধু গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়। পরে গাড়িতে তল্লাশী করে ১’শ ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা ফেন্সিডিল উদ্ধারের ঘটনা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) টেবিলের ৩(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular