কোটচাঁদপুরে আগুনে পুড়ে গেলো যুবকের স্বপ্ন: ১৮ লাখ টাকার ক্ষতি!

0
38

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালিনা গ্রামের ৩ টি দোকান আগুনে সম্পূর্ন পুড়ে গেছে এর মধ্যে শুধু মাত্র অনিক ট্রেডার্সেই ক্ষতি হয়েছে আনুমানিক ১২ লাখ টাকা। দোকানে সার-কীটনাশক ও টেলিকমের ব্যাবসা ছিলো। দোকানের মালিক মো: আনোয়ার হোসেন জানান, আমি ১৯৯১ সাল থেকে ব্যাবসা করছি দোকানে প্রায় ২ লক্ষ টাকার সার-কীটনাশক ছিলো এবং দোকানের আরেক পাশে আমার ছোট ছেলে অনিক টেলিকমের ব্যাবসা নতুন শুরু করেছিলো, এতে ১ টি ডেস্কটপ কম্পিউটার, ১ টি প্রিন্টার, ২ টি মোবাইল, মোবাইল যন্ত্রাংশ, খাতা কলম ছিলো সব মিলিয়ে আমার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে, আগুনে পুড়ে গেছে আমার দোকানের বকেয়া হিসাবের খাতা, আমি নি:শ হয়ে গেছি, এটাই আমার আয়ের একমাত্র উৎস। নতুন উদ্যক্তা মো: অনিক হোসেন জানান, আমি নতুন করে ব্যাবসা শুরু করেছিলাম কিন্তু আগুনে সব শেষ হয়ে গেছে, আমরা পথে বসে গেছি। এছাড়া সার ও কীটনাশকের দোকান কামরুল ট্রেডার্সে আনুমানিক ৬ লাখ টাকা ও রকমারী দোকান মোস্তফা ট্রেডার্সে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। উপজেলার তালসার পুলিশ ক্যাম্পের এস.আই মাসুদার রহমান জানান, রাত সাড়ে ৩ টার দিকে তালিনা বাজারের অনিক ট্রেডার্স, কামরুল ট্রেডার্স ও মোস্তফা ট্রেডার্স এই তিনটি দোকান পুড়ে গেছে এতে একজন নতুন উদ্যক্তার স্বপ্ন ভঙ্গ হয়েছে। আমরা আশা করছি সরকার এ বিষয়ে নজর দেবেন। আগুনের সুত্রপাত কোথায় হয়েছে জানা না গেলেও বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারনা করা হচ্ছে। কোটচাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ইনচার্জ (এস/ও) মোঃ আব্দুর রাজ্জাক প্রতিনিধিকে জানান, আগুন খুব অল্প সময়েই ৩ টি দোকান পুড়ে গেছে, আমরা খুব দ্রুত পৌছালেও আসার আগেই সব শেষ হয়ে গেছে, পরে আমরা আগুন নিভাতে সক্ষম হই।এলাকাবাসী ক্ষতিগ্রস্থদের সরকারী সহযোগীতার জোর দাবি জানান।